হলুদের গুঁড়া: প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে ক্রয় কৃত হলুদ শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের গুঁড়া করা হয়।যাতে সঠিক মান,ঘ্রাণ এবং রঙ নিশ্চিত করা হয়।
মরিচের গুঁড়া: পরিপক্ক মরিচ শুকানোর পর বাছাই করে মরিচের গুঁড়া তৈরি করা হয়।
আদি ফুডের সকল মসলার কাচামাল দেশের বিভিন্ন কৃষক থেকে সংগ্রহ করে এবং বিদেশি মসলা গুলো সয়ারসরি ইম্পোর্ট করা হয়।সংগ্রিহীত কাচামালের সর্বোচ্চ গুনাগুন বজায় রাখতে পরবর্তি পদক্ষেপ গুলো যেমন প্রক্রিয়াজাত করন,সংরক্ষন এবং প্যাকেজিং আদিফুডের নিজস্ব তত্বাবধায়নে করা হয়,প্রতিটি কাচামাল এবং ফাইনাল প্রোডাক্ট সঠিক আদ্রতায় ,সঠিক তাপমাত্রায় এবং সঠিক পদ্বতিতে সংরক্ষন করা হয়।আদি ফুড শতভাগ খাটি এবং অর্গানিক পণ্য সরবারহে সর্বদা বদ্ধপরিকর।
মসলা হাতে পেয়ে চেক করে তারপরই মূল্য পরিশোধ করবেন।
ভেজাল মুক্ত খাঁটি মসলা তে ক্যাশব্যাক গ্যারান্টি